মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় শীতের আগমনী বার্তায় লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে কারিগরেরা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারা ভীড় করছে দোকানগুলোতে। অনেকে আবার ব্যস্ত পুরোনো লেপ তোষক তৈরিতে।
স্থানীয় ব্যবসায়ী করিগররা জানান, এতদিন গরম থাকায় লেপ তোষকের চাহিদা কম ছিল। তবে শীত আসার সাথে সাথেই চাহিদা অনেকটাই বেড়ে গেছে। তাই শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ তোষক তৈরি করে দোকানে মজুদ রেখেছেন।
উপজেলার সাচনা বাজারের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা যায়, শীতের আগাম প্রস্তুতির জন্য লেপ তোষক বানাতে দোকানে ভীড় করছেন ক্রেতারা। কারিগররা এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছে। এ বছর একটি লেপ তৈরি করতে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তোষক বানাতে ১ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা খরচ লাগে। এক্ষেত্রে একজন লেপ তোষক কারিগর ৭০০ টাকা প্রতিদিন মুজুরী পান।
সাচনা বাজারের জালাল বেডিং স্টোরের কারিগর জহিরুল কামাল জানান, একটি লেপ তোষক তৈরিতে একজন কারিগরের সময় লাগে দেড় ঘন্টা। এভাবে একজন কারিগর দিনে ৫ থেকে ৬টি লেপ তোষক তৈরি করতে পারে।
বাজারের ব্যবসায়ী জালাল বেডিং স্টোরের মালিক নবী হোসেন জানান, শীত মৌসুমে তিন মাস কারিগররা যে হারে লেপ তোষক তৈরির কাজ পান বছরের বাকি সময় তাদের এই কাজ থাকে না। তখন তারা অন্য পেশায় চলে যায়। এ বছর শীত আসছে তাই কারিগররা ব্যস্ত হয়ে পড়েছে লেপ তোষক তেরিতে।
পাঠকের মন্তব্য