রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত
নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশত।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন কামরুপদলং গ্রামের মুতিবুর (২২), সুজন (৩০), নবীর হোসেন (২১), সাকিব (২০), আলাই মিয়া (২২), আলম আহমদ রনি (৩৩), সুন্দর আলী (৭০), বাতির মিয়া (৬০), মোশরাফ আলী (৫৫), আস্তমা গ্রামের নিজাম (৫০), মো. আছির উদ্দিন (২৫), ইমরান (২৪), সৌরভ (২১), ফয়জুল (৩৮), শাহীন (২২), নাছির উদ্দিন (৫০), সাদির (৪৪), সুনুর আলী (৪১), মরছব আলী (৪৫)। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী জানায়, শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সকাল ৭ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ৯টা পর্যন্ত। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন।
এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী। তিনি আরও জানান,সংঘর্ষের ঘটনায় আইনী পদক্ষেপ চলমান রয়েছে।
বিষয়: #অর্ধশত #আহত #গ্রামবাসী #সংঘর্ষ #সুনামগঞ্জ




সুনামগঞ্জে নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ব্যবসায়ী–গ্রাহকদের ফুঁসে ওঠা ক্ষোভ
ছাতকে নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জে হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন’র কমিটি গঠিত : সভাপতি মিজান-সম্পাদক দেলোয়ার
ছাতকে পল্লী বিদ্যুতের ‘গড়-বিলের কারসাজি’—গ্রাহকরা জিম্মি দুর্নীতির দৌরাত্ম্যে!
সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ৫ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
