“ হিংসা “
:::মোহাম্মদ আংগুর মিয়া ::
হিংসা এক মানসিক যন্ত্রনা
যা কিছু লোকের হয়
যে যন্ত্রনা সাড়া জীবন
তাঁদের মনে জেগে রয় I
অন্যের ভাল কিছু হলেই
তাঁদের মনে কষ্ট অনুভব করে
অযতা জ্বলতে থাকে মনে মনে
কষ্ট পায় অন্তরে I
হিংসার আগুনে জ্বলে ওদের
অন্তর ছাই হয়ে যায়
এই যন্ত্রনা হতে মুক্তি পাবার
আর থাকেনা উপায় I
সব কিছুতেই মনে মনে নিজেকে
পরাজিত মনে করে
অন্যের সাথে নিজেকে তুলনা করে
বৈষয়িক ব্যাপারে I
হিংসা নিন্দা পরশ্রী কাতরতা
তাঁদের একমাত্র সম্বল
মানসিক ভাবে এই সব লোক
হয় ভীষণ দুর্বল I
যে কোন বিষয় হোক তা নিয়ে
সমালোচনা করা চাই
অন্যায় ভাবে কুতর্ক করতে
এঁদের জুরী নাই I
ভাল কর্ম করে গেলে সমাজে
সন্মান বাড়িবে
পরবর্তী প্রজন্ম ও তার ফল
ভোগ করিবে I
হিংসা নিন্দা পরিহার করা জীবনে
অনেক জরুরী
তাহলে জীবনে সুখ শান্তির
আমরা আশা করতে পারি I
অন্যতায় সুখ পাখী জীবন হতে
অনেক দূরে পালাবে
হিংসার আগুনে জ্বলে জীবন
শেষ হয়ে যাবে I
হিংসা নিন্দা ভুলে যদি কেহ
পরোপকার করে
আল্লাহর রহমত বর্ষিত হয়
তাঁহার উপরে I
মোহাম্মদ আংগুর মিয়া
লন্ডন
১৭ -০২ -২০২১
পাঠকের মন্তব্য