মতিয়ার চৌধুরী-লন্ডন ৬ডিসেম্বর ২০২০, লন্ডনঃ করোনার টিকা নেবেন ৯৪ বছর বয়সী ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ । আগামী কয়েক সপ্তাহের মধ্যে রানী ও তার স্বামী এ টিকা নেবেন বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল নিশ্চিত করেছে। ব্রিটিশ স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে টিকাটির জরুরি অনুমোদন দিয়েছে আগামী মঙ্গলবার থেকে ব্রিটেনে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ব্রিটিশ রাণী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন। আমেরিকান প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা সোমবারের মধ্যেই ব্রিটেনের প্রতিটি হাসপাতালগুলোতে পৌঁছে যাবে। মঙ্গলবার থেকেই শুরু হবে দেশব্যাপী টিকা প্রয়োগ । শুরুতেই এ টিকা অধিক বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যকর্মী বাড়ী বা কেয়ারহোমে রোগীদের দেখভাল করেন কেয়ারটেকারদের দেয়া হবে। দ্বিতীয় ধাপে স্বাস্থ্য ক্লিনিক গুলোতে প্রতিষেধক বিতরণ করা হবে, যাতে প্রয়োজন বুঝে সাধারণ মানুষের ওপর তা প্রয়োগ করা যায়। তবে টিকা দেয়া শুরু হতে চললেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তাদের প্রতিষেধক কতটা কার্যকরী সে ব্যাপারে নিশ্চিত নন ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা। ব্রিটেনে এখনও পর্যন্ত ১৭ লাখ ১০ হাজার ৩৭৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ১১১ জন। এ মুহূর্তে ব্রিটেনে দৈনিক সংক্রমণ ১৫ হাজারের কোটায় উঠানামা করছে। এমন পরিস্থিতিতে সামনের সারিতে থেকে মরণব্যাধি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন যারা তাদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য । তাই জরুরি পরিস্থিতিতে ফাইজারের তৈরি প্রতিষেধক ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইজারের প্রতিষেধক প্রয়োগে গত সপ্তাহেই ছাড়পত্র দেয় ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা। সিদ্ধান্ত হয় ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।করোনার প্রতিষেধক নিয়ে গোটা বিশ্বে যখন প্রতিযোগিতা চলছে ব্রিটেনই প্রথম দেশ জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগ শুরু করে দিল। প্রথম সপ্তাহেই ব্রিটেনে আট লাখ ডোজ পৌঁচেছে বলে জানা গেছে। বেলজিয়াম থেকে ইতিমধ্যে প্রতিষেধক আসতেও শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গায় নিরাপদে সেগুলো মজুদ করে রাখা হচ্ছে।তবে নিরাপদে প্রতিষেধক মজুদ রাখায় বিশেষ নজর দেয়া হচ্ছে বেশী। কারণ ফাইজারের তৈরি প্রতিষেধকটি -৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্রয়োজন। সাধারণ যে রেফ্রিজারেটর তাতে মোটে পাঁচ দিন রাখা যায় ওই প্রতিষেধক।
করোনা টিকা নিচ্ছেন ৯৪ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ

সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
পাঠকের মন্তব্য