বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » আমরা কয়েকজন নিজেদের এজেন্ডা নিয়ে যুক্তরাজ্যে তথাকথিত জামাতিদের হাতে খেলছি!
আমরা কয়েকজন নিজেদের এজেন্ডা নিয়ে যুক্তরাজ্যে তথাকথিত জামাতিদের হাতে খেলছি!
বজ্রকণ্ঠ নিউজঃ

আপনারা সবাই বাস্তববাদী হোন এবং বাস্তবতা নিয়ে চিন্তা করুন যেখানে কিছু তথাকথিত সুবিধাবাদীরা কেয়ার ভিসা এবং স্টুডেন্ট ভিসার নামে লাখ লাখ কামিয়ে আমাদের কমিউনিটির বদনাম করেছে। অল্প সংখ্যক তথাকথিত স্বার্থপর লোভী কালশিটে হাজার হাজার পরিবারের জীবন ধ্বংস ও পুনরুজ্জীবিত হয়েছে আর এখন শ্রমিক দলের নেতাদের গায়ে আঙুল দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে এমন সব ভিসা কেলেঙ্কারি হয়েছে আর কে বলবে হাজার হাজার সিলেটিদের দায়িত্ব ছাত্র এবং যত্নশীল কর্মী এবং তাদের পরিবার যারা তাদের জীবন বাঁচানোর জন্য, জমি, সম্পত্তি বিক্রি বা পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে ব্রাউনিং বিনিয়োগ করেছেন। এখন সময় জেগে শ্রমিক দল নেতা শ্রমিক দল বাদ দিয়ে সেই তথাকথিত দোষীদের উপর আঙুল তোলার!
বিষয়: #আমরা #এজেন্ডা #কয়েকজন #খেলছি #জামাতি #তথাকথিত #নিয়ে #যুক্তরাজ্যে




লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
